টেসলায় ১ ট্রিলিয়ন ডলার বেতন পাবেন ইলন মাস্ক
টেক জায়ান্ট টেসলার শেয়ারহোল্ডাররা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে একজন ইলন মাস্কের জন্য এক ট্রিলিয়ন মার্কিন ডলার বেতন প্যাকেজ অনুমোদন করেছে। শুক্রবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মাস্কের পারিশ্রমিকের প্রস্তাবটি ৭৫ শতাংশেরও বেশি সমর্থনে অনুমোদিত হয়েছে। এরপর টেক্সাসের অস্টিনে টেসলার কারখানায় অনুষ্ঠিত এ বার্ষিক সভার মঞ্চে উচ্ছ্বসিত হয়ে ওঠেন মাস্ক।
বিরোধিতা সত্ত্বেও এই অনুমোদন প্রমাণ করে যে, টেসলার শেয়ারহোল্ডাররা এখনও বিশ্বাস করেন রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর নতুন যুগে মাস্ক কম্পানিটিকে সফলভাবে নেতৃত্ব দিতে পারবেন।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, বিভিন্ন প্রভাবশালী বিনিয়োগকারীর বৃহস্পতিবার টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত বার্ষিক শেয়ারহোল্ডার সভায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
