রাজধানী থেকে আ. লীগ নেতা মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের শ্যালক ফয়েজ আহমেদসহ ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন, মাহবুব উল আলম হানিফের শ্যালক ও খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ আহমেদ, মহানগর উত্তর যুবলীগের ২৭ নং ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মো. শাহাদাত হোসেন (৪৪), চাঁদপুরের তিনবারের চেয়ারম্যান মো. খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. মশিউর রহমান (৩২), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলিম আল তারিফ (২৮), আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান (৪৫)।
এদের মধ্যে তেজগাঁও থেকে শাহাদাতকে, খিলগাঁও থেকে খান জাহান আলীকে, পশ্চিম আগারগাঁও এলাকা থেকে মশিউরকে, বসুন্ধরা থেকে ফয়েজকে, ডেমরা থেকে টিপুকে ও লালবাগ থেকে তারিফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
