ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ভিপি নুরের কক্ষে তালা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম


৫ ডিসেম্বর ২০১৯ ০২:৫৩

ভিপি নুরুল হক নুরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা মঞ্চ। বুধবার (৪ ডিসেম্বর) সকালে ডাকসুর সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় তারা ভিপি নুরুল হক নুরের কুশপুত্তলিকায় আগুন দেন। এছাড়া মানববন্ধনে নুরের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক জামাল উদ্দীন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে নুরের দুর্নীতির সাথে সংশ্লিষ্টতার অডিও ভাইরাল হয়েছে। এই কথপোকথনে ১৩ কোটি টাকার কাজ দুর্নীতির মাধ্যমে বাগিয়ে নেয়ার অনৈতিক চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। ভিপি নুর ডাকসুর ছাত্ররাজনীতির সর্বোচ্চ পদে থেকে দুর্নীতির আশ্রয় নিয়েছেন।’ এর মাধ্যমে নুর বিশ্ববিদ্যালয়ের আশা আকাঙ্খার চুড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তাই তারা ডাকসুর ভিপি পদ থেকে নুরকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান তিনি।

নতুনসময়/আইকে