রাজশাহীতে ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত

রাজশাহীর গোদাগাড়ীর কামারপাড়া এলাকায় আম ভর্তি ট্রাক উল্টে ঘটনাস্থলেই দুই আম ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাতে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
সড়ক দুর্ঘনায় নিহত আম ব্যবসায়ীরা হলেন- যশোর জেলার ঝিকড়াগাছা উপজেলার বউখালী গ্রামের ফকির আহম্মদের ছেলে নুরুজ্জামান (৫০) ও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আজিজুর খানের ছেলে আইয়ুব খান (৫০)।