ঢাকা শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক ১৪৩২


টঙ্গীতে তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে


৮ নভেম্বর ২০২৫ ১৩:৫৮

সংগৃহীত

নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় শনিবার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

 

এর আগে, এদিন সাড়ে ১১টার দিকে টঙ্গীর মিলগেইট কো-অপারেটিভ সোসাইটি মার্কেটে ঘটে এ দুর্ঘটনা।

 

মুহূর্তেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এতে পাশে থাকা ভবনের গার্মেন্টস কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও।

 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে ফায়ার সার্ভিস থেকে বিস্তারিত পরে জানানো হবে।