গণভোট নিয়ে দলগুলো ঐকমত্যে না এলে সিদ্ধান্ত নেবে সরকার: প্রেস সচিব
দ্বিমত থাকবেই। এরপরও আমাদের ঐকমত্যে পৌঁছে সিদ্ধান্ত নিতে হবে। গণভোট নিয়ে রাজনৈতিক দল ঐকমত্যে না এলে সিদ্ধান্ত নেবে সরকার। এটা দ্রুতই হবে। যাতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকে। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ট্রেস কনসাল্টিং শীর্ষক এক সংলাপে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই চার্টারে সকল বিষয় উঠে এসেছে। রাজনৈতিক দলগুলো তাদের সুচিন্তিত মতামত দিয়েছে। মোট চার হাজার পাতা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ভিডিও রেকর্ড করা হয়েছে। এই আলোচনা নির্বাচনের পরও আবার শুরু হতে পারে।
তিনি আরও বলেন, সব জায়গায় নির্বাচনের আবহ তৈরি হয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। একটি সুন্দর ভোট হবে।
