ঢাকা শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক ১৪৩২


স্থানীয় উদ্যোক্তাদের বিপাকে ফেলতে পারে প্রস্তাবিত টেলিকম গাইডলাইন ও অধ্যাদেশ


৮ নভেম্বর ২০২৫ ১৩:৫৬

সংগৃহীত

নতুন প্রস্তাবিত টেলিকম গাইডলাইন ও অধ্যাদেশ যদি অনুমোদন পায়, তবে বিপাকে পড়বেন স্থানীয় উদ্যোক্তারা। পাশাপাশি ঝুঁকিতে পড়বে তাদের বিনিয়োগও। এছাড়া সেবা প্রাপ্তির খরচও বাড়বে।

 

টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত সেমিনারে, এমন মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা। বলছেন, এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সরকারি প্রতিষ্ঠান টেলিটক ও বিটিসিএল।

 

সেমিনারে দেশীয় উদ্যোক্তারা অভিযোগ করেন, নতুন নীতিমালায় বিদেশি মালিকানাধীন মোবাইল অপারেটরদের স্বার্থ রক্ষা করা হচ্ছে। এতে আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে উঠবে।

 

মূল প্রবন্ধে বলা হয়, নতুন নীতিমালায় লাইসেন্স ফি বাড়বে। ট্রান্সমিশন নেটওয়ার্ক সেবা চলে যাবে বিদেশি কোম্পানীর দখলে। ইন্টারনেট ব্যান্ডউইথের বাজার বহুজাতিব কোম্পানীর হাতে জিম্মি হয়ে পড়বে। বাড়বে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার মূল্য।

 

আলোচকরা অভিযোগ করেন, নতুন নীতিমালায় বিটিআরসির স্বাধীনতা খর্ব হবে। পরিণত হবে সুপারিশকারী সরকারি সংস্থায়; বাড়বে রাজনৈতিক প্রভাব।