বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র কেন্দ্রীয় কাউন্সিল চলছে
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র কেন্দ্রীয় কাউন্সিল।
শনিবার (৮ নভেম্বর) সকালে শুরু হওয়া এই কাউন্সিলে সারা দেশের বিভিন্ন জেলা, বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
মূলত, আগামীর নেতৃত্ব নির্বাচন, সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা, নীতিনির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রতিনিধিরা প্রতিনিধিরা আলোচনা করছেন।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ’র আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর মুফতি শাহ্ আবু নছর নেছার উদ্দীন।
আয়োজকরা জানান, অরাজনৈতিক ভাবধারায় শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণদের নেতৃত্বে এসে ইসলামী ভাবধারাকে সমুন্নত রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
