ঢাকা শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক ১৪৩২


টিটিপাড়ায় ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস চালু


৮ নভেম্বর ২০২৫ ১৩:৫৫

সংগৃহীত

চালু হলো টিটিপাড়ায় নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস। জনসাধারণের জন্য খুলে দেয়ার পর শুরু হয়েছে যান চলাচল। ফলে মানুষের দীর্ঘদিনের চরম দুর্ভোগ আর ট্রেন এলেই রেল ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্টের অবসান হলো।

 

শনিবার (৮ নভেম্বর) সকালে আান্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন।

 

আন্ডারপাসটির নিচ দিয়ে ৬ লেনের রাস্তার মধ্যে ৪ লেনে চলবে যান্ত্রিক যানবাহন। ৫ মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

 

আর দুই পাশে রিকশা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। এখন থেকে উপরে রেল আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীন ভাবে চলাচল করবে।

 

স্থানীয়দের অভিযোগ ছিল, মাত্র আধা কিলোমিটার পথ পেরোতেই কখনো কখনো এক ঘণ্টা পর্যন্ত সময় লেগে যেতো। যানজট এড়াতে অনেকেই খিলগাঁও বা গোলাপবাগ হয়ে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতো। আন্ডারপাসটি না থাকায় টিটিপাড়া রেল ক্রসিংয়ে ট্রেন আসা-যাওয়ার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো।

 

এটি খুলে দেওয়ার মধ্যদিয়ে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হচ্ছে এবং মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিক নগর ও সবুজবাগ এলাকার সংযোগ সড়কে ট্রেনের সিগনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হবে না আর। আবার কেউ কেউ এই স্থাপনার সঠিক রক্ষণাবেক্ষণ যেন হয় সেই দিকে নজর রাখার কথা মনে করিয়ে দিচ্ছেন।

 

সংশ্লিষ্টরা বলছেন, সঠিকভাবেই রক্ষণাবেক্ষণ করা হবে আন্ডারপাসটির। তবে কমলাপুরে মেট্রোরেলের স্টেশনের নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত এই আন্ডারপাসের শতভাগ সুফল পেতে সময় লাগবে।