ঢাকা শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬, ৩রা মাঘ ১৪৩২


অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবারের বিপিএল


১৫ জানুয়ারী ২০২৬ ২২:০১

সংগৃহীত

বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য, তার বিপরীতে কোয়াবের অবস্থান, সবমিলিয়ে বেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল ক্রিকেটাঙ্গন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চলমান আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিসিবি।

 

মূলত ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজিদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড। আগেই জানিয়েছিল, তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর শর্তে ক্রিকেটারদের আজকের মধ্যেই ফিরতে হবে খেলায়। নয়তো অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সন্ধ্যা ছয়টায় মিরপুরে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। আর দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি।

 

এদিকে দুপুরে নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ নয়তো ৪৮ ঘণ্টার মধ্যে করবেন—এমন প্রতিশ্রুতি দিলেই কেবল ফিরবেন মাঠে, এমন সিদ্ধান্তের কথা জানায় সভাপতি মোহাম্মদ মিঠুন।

 

তিনি বলেন, বিসিবি পরিচালকের পদত্যাগের দাবিতে এখন পর্যন্ত ওখানেই অনড় আছি। আমরা বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের খেলানোর বিষয়ে অ্যাপ্রোচ করছেন, তবে আমাদের দাবিগুলো মেনে নিলেই অবশ্যই খেলতে চাই।

 

তবে বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরিচালক নাজমুল ইসলামকে। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিসিবি।

 

এতে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে এবং সংস্থার সর্বোত্তম স্বার্থে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি। সভাপতির ওপর অর্পিত ক্ষমতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই এই কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার সব সময়ই ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করা। বোর্ড তার অধিভুক্ত সব খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

মূলত, গত কয়েকদিন ধরেই টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে টানাপোড়েন চলছে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের উত্তরে বিসিবি অর্থ কমিটির চেয়ারম্যান বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!’

 

সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ফেসবুক পোস্টে ‘ভারতীয় দালাল’ লিখেও সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। তার এসব বিতর্কিত মন্তব্য ‘গ্রহণযোগ্য’ নয় মনে করে কোয়াব। ক্রিকেট বোর্ড আগে নাকি ক্রিকেটাররা—এমন প্রশ্নের উত্তরে নাজমুল বলেন, ‘ধরুন বোর্ডটাই যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে কি না?’