মানের গোলে সালাহদের হারিয়ে আফকনের ফাইনালে সেনেগাল
সাদিও মানের দুরন্ত গোলে মিশরকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালে নাম লিখিয়েছে সেনেগাল। এতে আফকনের চার আসরের মধ্যে তৃতীয়বার ফাইনাল নিশ্চিত করলো ২০২১ সালে নিজেদের একমাত্র শিরোপা জেতা দলটি।
মরক্কোয় চলমান আসরের প্রথম সেমিফাইনালে বুধবার সেনেগাল জিতেছে ১-০ গোলে। ব্যবধান গড়ে দেয়া গোলটি করেছেন দলটির তারকা ফরোয়ার্ড সাদিও মানে।
গোলশূন্য প্রথমার্ধের পর ৭৮তম মিনিটে আসে সেনেগালের কাঙ্ক্ষিত গোলের মুহূর্ত। দলটির লামিনে কামারার শট বক্সের বাইরে মিশরের এক ডিফেন্ডার আটকে দেয়ার পর বল পেয়ে যান মানে। প্রায় ২০ গজ দূর থেকে জোরালো নিচু শটে বল খুঁজে নেয় জালের ঠিকানা।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বক্সের বাইরে থেকে মার্মাউশের শট ঠেকিয়ে সেনেগালের জয় নিশ্চিত করেন গোলরক্ষক মেন্ডি।
আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে মানেরা। প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক মরক্কো ও নাইজেরিয়ার মধ্যে জয়ী দল।
