ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই জানুয়ারী ২০২৬, ৩রা মাঘ ১৪৩২


একীভূত ৫ ব্যাংকে ‘হেয়ারকাট’, ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা পাবেন না আমানতকারীরা


১৫ জানুয়ারী ২০২৬ ০৯:৪৯

সংগৃহীত

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের জন্য কোনো মুনাফা পাবেন না। সেই অনুযায়ী আমানতের হিসাব পুনর্গণনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের অনুমোদনের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়া হয়।

 

ব্যাংক পাঁচটি হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংক একীভূত হয়ে নতুন রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের প্রক্রিয়া চলমান।

 

ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ব্যাংক খাতে চলমান ‘ব্যাংক রেজুলেশন স্কিম’ বাস্তবায়নের অংশ হিসেবে সব আমানত হিসাবের স্থিতি পুনর্গণনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এই সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আমানতের ওপর কোনো মুনাফা গণনা করা হবে না এবং নির্ধারিত হেয়ারকাট প্রয়োগ করে চূড়ান্ত স্থিতি নির্ধারণ করা হবে। রেজ্যুলেশন স্কিমের অভিন্ন ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এই পুনর্গণনা প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

 

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক একটি পূর্ণাঙ্গ ব্যাংক রেজল্যুশন স্কিম চালু করে। এতে একীভূত হতে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতের অগ্রাধিকারভিত্তিক উত্তোলন এবং অবশিষ্ট অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়ার প্রক্রিয়া নির্ধারণ করা হয়।