নতুন কোচের অভিষেকে অঘটনের শিকার রিয়াল, কোপা দেল রে থেকে বিদায়
জাবি আলোনসোর বিদায়ের পর অভিষেক হয়েছে রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলভারো আরবেলোয়ার। তার প্রথম ম্যাচেই অঘটনের শিকার লস ব্লাঙ্কোসরা।
শেষ মুহূর্তের গোলে স্পেনের দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে ৩-২ ব্যবধানে হেরে রিয়াল কোপা দেল রের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে।
চোট ও বিশ্রাম মিলিয়ে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, রদ্রিগোসহ নিয়মিত আরও বেশ কয়েকজনকে ছাড়াই এই ম্যাচের স্কোয়াড সাজান আরবেলোয়া। বল দখলে শুরু থেকে আধিপত্য করলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না ভিনিরা। তবে প্রথমার্ধের শেষ দিকে রিয়ালকে স্তব্ধ করে ভিয়ার গোলে এগিয়ে যায় আলবাসেত। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে মাস্তানতুয়োনোর গোলে সমতায় ফেরে রিয়াল।
এরপর অনেকক্ষণ গোলের দেখা মেলেনি কারও। ম্যাচের ৮২ মিনিটে বেতানকরের গোলে আবারও এগিয়ে যায় স্পেনের দ্বিতীয় বিভাগের দলটি। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন ২-২ করেন গঞ্জালো গার্সিয়া। ম্যাচের অন্তিম মুহূর্তে বেতানকরের চমৎকার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবাসেত।
