নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটারদের খেলা বয়কটের ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচ শুরুর আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।
বুধবার রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মোহাম্মদ মিঠুন বলেন, ‘আপনারা সবাই জানেন শেষ কিছুদিন ধরে যা হচ্ছে। প্রথমে একজনের ওপর, এরপর এখন সব ক্রিকেটারদের নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে। এসব কখনই গ্রহণযোগ্য নয়। এটা আমরা আশা করি না। ভাষাগতভাবে একজন পরিচালকের আরও সাবধান হওয়া উচিত। বিশেষ করে উনি যা বলেছেন এটা পুরো ক্রিকেটাঙ্গনকে হার্ট করেছে।’
মূলত, গত কয়েকদিন ধরেই টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে টানাপোড়েন চলছে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে বিসিবি অর্থ কমিটির চেয়ারম্যান বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!’
সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ফেসবুক পোস্টে ‘ভারতীয় দালাল’ লিখেও সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। তার এসব বিতর্কিত মন্তব্য ‘গ্রহণযোগ্য’ নয় মনে করে কোয়াব। ক্রিকেট বোর্ড আগে নাকি ক্রিকেটাররা এমন প্রশ্নের উত্তরে নাজমুল বলেন, ‘ধরুন বোর্ডটাই যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে কি না?’
নাজমুলের এমন বক্তব্যের প্রেক্ষিতে কোয়াব সভাপতি মিঠুন বলেছেন, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক খেলোয়ারদের নিয়ে এভাবে কথা বলতে পারেন না। বৃহস্পতিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচের আগেই যদি উনি (এম নাজমুল ইসলাম) পদত্যাগ না করেন, তাহলে সব ধরণের খেলা বন্ধ থাকবে।
বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেটারদের এই কঠোর আল্টিমেটাম বিসিবিকে এক কঠিন চাপের মুখে ফেলে দিয়েছে। এখন দেখার বিষয় বোর্ড এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে নাজমুল ইসলামের বিষয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করে।
