ঢাকা শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬, ৩রা মাঘ ১৪৩২


জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার ঘোষণায় আসেনি ইসলামী আন্দোলন


১৫ জানুয়ারী ২০২৬ ২১:৫৬

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার ঘোষণা দিতে ডাকা সংবাদ সম্মেলনে যোগ দেয়নি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

জানা গেছে, শুক্রবার (১৬ জানুয়ারি) আলাদা একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন।

 

আসন সমঝোতায় পৌঁছাতে বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। যা চলে প্রায় চার ঘণ্টা মতো। ওই বৈঠকে ইসলামী আন্দোলনের কেউ সেখানে ছিল না, তাই শেষ পর্যন্ত তাদের জোটে থাকা নিয়ে যে প্রশ্ন উঠছিল, তা আরও বেশি জোরালো হয়।

 

তবে, বৈঠকে শেষে দলগুলোর নেতারা জানিয়েছিলেন, আজ রাত ৮টার দিকে তারা তাদের জোটের বিষয়ে ঘোষণা আসতে যাচ্ছে।

 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক হক বলেছিলেন, ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা বৈঠকে উপস্থিত হতে পারেননি। আমরা আশা করছি, রাত আটটায় আসন সমঝোতার বিষয়ে ঘোষণা আসবে।

 

এই জোট '১১ দলীয় নির্বাচনী ঐক‍্য' নামে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। 

 

এছাড়া, বৈঠকের পর এই জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়ার লক্ষ্যে বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। 

 

তাতে ধারণা করা হচ্ছিল, শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন আসবে সংবাদ সম্মেলনে। না, আসেনি। তারা হাঁটলো ভিন্ন পথে। হাতপাখা মার্কার নেতাদের সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে কাল পর্যন্ত।