ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা অক্টোবর ২০২৪, ১৯শে আশ্বিন ১৪৩১


সানাই ৪ বছর আগে যেমন ছিলেন


১২ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৩

ফাইল ফটো

মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকতেই পছন্দ করেন এই অভিনেত্রী।

সম্প্রতি এ অভিনেত্রী নিজের জন্মদিনের আগে চার বছর আগের এবং বর্তমানের একটি ছবি পোস্ট করেন নিজের ফেসবুকে। সঙ্গে ক্যাপশন লিখেন, ‘জন্মদিনের আগে আমি এটা পোস্ট না দিয়ে থাকতেই পারলাম না। প্রথম ছবিটা ২০১৫ সালে আমার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির (ধানমন্ডি ক্যাম্পাস) এর সামনে তোলা। পরেরটা ২০১৯ সালে স্টুডিওতে তোলা। কি দারুণ লাইফ!’

বছর খানেক নিজের শরিরকে আরো আকর্ষনীয় করতে থাইল্যান্ডে ৩৫ লাখ টাকা খরচে করিয়েছেন ব্রেস্ট ইমপ্ল্যান্ট। যার মাধ্যমে স্তনের আকার বৃদ্ধি পেয়েছে। আর এ জন্যই তিনি মূলত আলোচনার বস্তু হয়ে দাঁড়ান।

কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ‘আগের এবং পরের’ ছবি শেয়ার করে সানাই লিখেছেন, ‘বাম পাশেরটা কে? কেউ কি চিনো?’

উল্লেখ্য, সানাই সুপ্ত আগুন, সাহসী যোদ্ধা, ময়নার ইতিকথা, প্রতিশোধ, প্রতীক্ষাসহ প্রায় ৮টি চলচ্চিত্রে চিত্রনায়িকা হিসেবে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন।