ঢাকা শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


খোকন-এ্যানীসহ বিএনপির ৫ নেতাকে ডিভিশন দেওয়ার নির্দেশ


১৯ ডিসেম্বর ২০২২ ০০:৪৭

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীসহ পাঁচ নেতাকে কারাগারে ডিভিশনের সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

অন্য তিন নেতা হলেন- ফজলুল হক মিলন, আবুল হোসেন ও আব্দুস সালাম।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক হন খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীসহ ৪৫০ জন। পরে তাদের জামিন নামঞ্জুর করে ৪৪৫ জনকে কারাগারে প্রেরণ করেন আদালত।

এর আগে গত ১৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পর দলটির আরও পাঁচ নেতাকে কারাগারে ডিভিশনের সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। তাদের পক্ষে আইনজীবীরা এ রিট আবেদন করেন।

আইকে