ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ


১১ সেপ্টেম্বর ২০১৮ ২০:০৩

৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

পিএসসি সূত্রে জানা গেছে, কোটা বিষয়ে সরকারের সর্বশেষ নীতি অনুযায়ী এই বিসিএসের মাধ্যমে ক্যাডার নিয়োগ হবে।

৪০তম বিসিএসের আবেদন ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সাদিক বলেছেন, ৪০তম বিসিএসে মোট ১৯০৩ জন ক্যাডার নেওয়া হবে।
পিএসসি সূত্র জানিয়েছে, ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, কর ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।
মোট ১৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।

এসএমএন