চাকরির পরীক্ষা জালিয়াতিতে ৩ জনের সাঁজা
 
                                বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষাতে জালিয়াতি করায় দায়ে ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
শুক্রবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে থাকা মোবাইল কোর্টের মাধ্যমে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর আগে তাদের তিনটি কেন্দ্র থেকে আটক করা হয়।
জানা গেছে, অন্যের হয়ে প্রক্সি দেয়ার সময় মো. সাগরকে আজিমপুরের একটি স্কুল থেকে আটক করা হয়।অপরজন, পরীক্ষার সময়ে মো. জিয়াউর রহমান নামে একজনকে টিচার্স ট্রেনিং কলেজ থেকে ডিবাইসসহ আটক করে পরীক্ষায় কর্তব্যরত পরিদর্শক। অন্যদিকে আর হোসনে আক্তারকে অন্যের খাতা নিয়ে লেখার সময় উদয়ন স্কুল থেকে আটক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র তত্ত্বাবধানে সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর মোট পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ।
অভিযুক্তদের মধ্যে মো. জিয়াউর রহমান (৩০) ও মো. সাগর হোসেনকে ১মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যজন, হোসনে আক্তারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. আজিজুর রহমান বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২জনকে ১ মাসের কারাদণ্ড ও একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসএমএন

 
                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            