ঢাকা বৃহঃস্পতিবার, ৩০শে অক্টোবর ২০২৫, ১৬ই কার্তিক ১৪৩২


দুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসেই আবেদন


১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮

সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) ছয়টি ক্যাটাগরির ৮৫টি শূন্য পদে নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

নিয়োগের পদ ও যোগ্যতা

সহকারী পরিচালক (২০টি)

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ স্নাতকোত্তর বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর, অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।

 

উপসহকারী পরিচালক (৫০টি)

দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।

বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)।

 

কোর্ট পরিদর্শক (৩টি)

দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি বা এলএলবি।

বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)।

সহকারী পরিদর্শক (১০টি)
দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)।

হিসাবরক্ষক (১টি)
বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)।

ক্যাশিয়ার (১টি)
বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চমাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)।

বয়সসীমা

২০২৫ সালের ১ সেপ্টেম্বর তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ১ থেকে ৫ নম্বর পদের ক্ষেত্রে দুদকের কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমা ৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া ও ফি

প্রতি প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি পাওয়া যাবে দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে

  • পদ ১–৩: আবেদন ফি ২০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ২৩ টাকা—মোট ২২৩ টাকা।
  • পদ ৪–৫: আবেদন ফি ১৫০ টাকা এবং টেলিটক চার্জ ১৮ টাকা—মোট ১৬৮ টাকা।
  • পদ ৬: আবেদন ফি ১০০ টাকা এবং টেলিটক চার্জ ১২ টাকা—মোট ১১২ টাকা।

সময়সীমা: অনলাইনে আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ৫ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।