ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


মাগুরায় ভুয়া সাংবাদিক আটক


১২ নভেম্বর ২০১৮ ০৩:৪৩

মাগুরায় রোববার (১১ নভেম্বর) দুপুরে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মাগুরা ভায়না পৌর কবরস্থানের সামনে থেকে এই ভুয়া সাংবাদিককে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

আটক ব্যক্তির নাম সোহেল রানা। তার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কালীনগর গ্রামে। আটক সোহেল নিজেকে রিপোর্টারস ক্লাবের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা পরিচয় দিয়েছিলেন। এসময় তার কাছ থেকে একই ব্যক্তির নামে একাধিক পরিচয় পত্র পাওয়া গিয়েছে।

মাগুরা জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোঃ কাশেম জানান, ডিবি পুলিশ পৌর কবরস্থান এর সামনের সড়ক দিয়ে চলাচল করার সময় একটি মোটর সাইকেল ডিবি পুলিশের গাড়ি রোধ করে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন হুমকি দেওয়ার একপর্যায়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, সে আসলে সিকিউরিটি গার্ড হিসাবে ঢাকায় চাকরী করেন, এসময় তার সাথে থাকা মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।পুলিশ সুপার স্যারকে জানানোর পর তার নির্দেশনা অনুযায়ী আটক সোহেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএ