ঢাকা রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, ১৬ই ভাদ্র ১৪৩২


প্রাথমিকে ১৯ লাখ আবেদন


৩ সেপ্টেম্বর ২০১৮ ০৩:০৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সঙ্কট কমিয়ে আনার জন্য নতুন করে আরও ১২ হাজার ‘সহকারী শিক্ষক’ নিয়োগ দেয়া হবে। গত ৩০ আগস্ট অনলাইন আবেদন কার্যক্রম শেষ হয়েছে। এসব পদের বিপরীতে সারা দেশে প্রায় ১৯ লাখ প্রার্থী করেছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

ডিপিই মহাপরিচালক আবু হেনা মো. মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, সহকারী শিক্ষক নিয়োগে অনলাইন আবেদন কার্যক্রম এরইমধ্যে সম্পন্ন হয়েছে। টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন হয়। গত ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩০ আগস্ট পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলে।

আবেদনকারীদের আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, ১২ হাজার সরকারী শিক্ষক নেয়া হলেও প্রাথমিক বিদ্যালয়ে অনেকের আগ্রহ থাকায় সারা দেশে ১৮ লাখ ৮৬ হাজার ৯২৭ আবেদন জমা পড়ে। স্বচ্ছতার সঙ্গে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আগামী এক মাসের মধ্যে লিখিত পরীক্ষার সময় ঘোষণা করা হবে। এ সময়ের মধ্যে প্রার্থীদের প্রবেশপত্র ও প্রয়োজনীয় অন্যান্য কাজ শেষ করা হবে। ডিপিই ওয়েবসাইটে dpe.teletalk.com.bd প্রবেশপত্র ও যাবতীয় নির্দেশনা দেয়া হবে।

এমএ