ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


সন্তানকেও কোলে নিতে পারছেন না পরীমনি


২৬ ডিসেম্বর ২০২২ ১১:৪৪

সন্তানকেও কোলে নিতে পারছেন না পরীমনি

অসাবধানতাবশত নিজ ঘরে ঢুকতে গিয়ে দরজায় আঘাতে আঙুলের ভেতরে হাড়ে চিড় ধরেছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে রাতেই বসুন্ধরার বাসায় ফিরেন তিনি।

গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

পরীমনি বলেন, আঙুলে ব্যান্ডেজ করার কারণে মাসখানেক হাত দিয়ে কোনো কাজ করা যাবে না। এখন বাঁ হাত দিয়ে খাওয়াদাওয়া করতে হচ্ছে আমার। রাজ্যকেও ঠিকমতো কোলে নিতে পারছি না।

এদিকে পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। আহত হওয়ার কারণে এর প্রচারেও কিছুটা বিঘ্ন ঘটবে বলেও জানান অভিনেত্রী।

এ ব্যাপারে পরীমনি বলেন, ছবি মুক্তির এখনো এক মাস বাকি আছে। এর মধ্যে হাতের এই অবস্থা নিয়ে বাইরে বের হওয়া যাবে না। প্রচারটা ঘরে বসেই করতে হবে। তারপরও এখনো সময় আছে। তত দিনে দেখা যাক আঙুলের অবস্থা কী হয়।

আইকে