ঢাকা শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫, ২রা অগ্রহায়ণ ১৪৩২


তুরস্কের নারীকে বিয়ে করেছেন থ্রি ইডিয়টসের ’মিলিমিটার’


১৫ নভেম্বর ২০২৫ ০৭:১৯

সংগৃহীত

থ্রি ইডিয়টস’ সিনেমার আলোচিত চরিত্র মিলিমিটার খ্যাত অভিনয়শিল্পী রাহুল কুমার বিয়ে করেছেন। চলতি বছরের ৪ মে তুরস্কের কেজিবান দোগানকে বিয়ে করেন তিনি। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায়। 

 

সম্প্রতি দিল্লির রাস্তায় দুজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, এক আলোকচিত্রী দুজনের ছবি তুলছেন। 

 

‘থ্রি ইডিয়টস’ মুভিটি দেখেই রাহুলের সঙ্গে কথা বলা শুরু করেন কেজিবান দোগান। সেই থেকেই শুরু দুজনের প্রেম। ভিডিওতে রাহুলের স্ত্রী কেজিবান দোগান বলেন,‘আমি সিনেমাটা দেখার পর রাহুলকে টেক্সট করি। এরপরই যোগাযোগ শুরু হয়। সেই থেকেই প্রেম। এখন আমরা চিরদিনের জন্য এক হয়ে গিয়েছি।

 

এদিকে, সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হলে নেটিজেনরা মজার মিম ও মন্তব্য করতে শুরু করেন। সবচেয়ে জনপ্রিয় মন্তব্যগুলোর একটি—'মিলিমিটার থেকে এখন কিলোমিটার হয়ে গেল!'