তুনিশার আত্মহত্যার ঘটনায় সহ অভিনেতা গ্রেপ্তার

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনায় তার সহ অভিনেতা শেজান মোহাম্মদ খানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আইপিসির ৩০৬ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।
আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন এসিপি চন্দ্রকান্ত যাদব।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সম্প্রতি শেহজাদের সঙ্গে তুনিশার প্রেম ভেঙে যায়। আর এ কারণে তুনিশা এই চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে বলে দাবি অভিনেত্রীর মায়ের।
এর আগে গতকাল শনিবার মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ে একটি টিভি সিরিয়ালের শুটিং সেট থেকে তুনিশার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা প্রাথমিকভাবে করা হচ্ছে।
উল্লেখ্য, ‘ভারত কা বীর পুত্র’ সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন তুনিশা। মাত্র ২০ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয় দিয়ে ছোট পর্দায় বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। তাকে দেখা যায় ‘দাবাং ৩’ সিনেমায়। এ ছাড়া তাকে বলিউডের ‘ফিতুর’, ‘বার বার দেখো’ সিনেমাতে ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন তুনিশা।
আইকে