এবার ‘নিম্নমানের নাচ’ নিয়ে কটাক্ষের শিকার শাহরুখ!

পাঠান সিনেমা নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বলিউড কিং শাহরুখ খানের।
এর আগে সিনেমাটির প্রথম গান ‘বেশরম রং’ প্রকাশের পর সমালোচিত হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবার ‘ঝুমে জো পাঠান’ গান নিয়ে কটাক্ষের শিকার হলেন শাহরুখ খান।
হিন্দুস্তান টাইমস জানায়, বৃহস্পতিবার সকালে ‘ঝুমে জো পাঠান’ গানটি টুইটারে শেয়ার করেন শাহরুখ। এরপর থেকে নেটিজেনরা শাহরুখের নাচের পাশাপাশি গানটি নিয়ে নানা মন্তব্য করা শুরু করেন। কেউ কেউ গানটিকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন। অনেকেই মনে করছেন, এই ধরনের কাজ করে নিজেকে আরও ‘হীন’ করছেন শাহরুখ।
প্রসঙ্গত, আগামী বছর মুক্তি পেতে চলেছে ‘পাঠান’ সিনেমা। তার আগে ছবিটির একটি গানের ভিডিও ‘বেশরম রং’ মুক্তি পাওয়ার পরই দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি পড়ে নাচ নিয়ে শুরু হয় বিতর্ক।
অনেকেই পাঠান ছবিটি বয়কট করার আহ্বানও করেন।
আইকে