ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


দুবাইয়ে খোলামেলা পোশাক পরায় উরফি আটক


২১ ডিসেম্বর ২০২২ ০২:৩৮

দুবাইয়ে গিয়ে বিপাকে পড়েছেন সোশ্যাল মিডিয়া সেনশেসন উরফি জাভেদ। দুবাইয়ের রাস্তায় তার এক বন্ধুর তৈরি করা খোলামেলা পোশাকে ফটোশুট করার অভিযোগে স্থানীয় পুলিশের হাতে আটক হলেন উরফি।

উরফির এই ধরনের আচরণের কারণে বাতিল হয়েছে তাঁর ভারতে আসার টিকিটও। বেশ কয়েকদি ধরেই দুবাইয়ে রয়েছেন তিনি। সব মিলিয়ে বেশ বড়সড় বিপাকে পড়েছেনউরফি।

এক সংবাদমাধ্যমকে উরফি জানান, তিনি অসুস্থ। ল্যারংজাইটিস হয়েছে তাঁর। দুবাইয়ের চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। তারই মাঝে এই গণ্ডগোলে কিছুটা টেনশনে রয়েছে উরফি। চলছে জিজ্ঞাসাবাদ।

উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন তিনি। তবে এখন উদ্ভট সব পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

আইকে