ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


গৃহবধূর আত্মহত্যা


১০ সেপ্টেম্বর ২০১৮ ০২:৪৮

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাও এলাকায় এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। রোববার (০৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রমেছা বেগম (৪৫)। তিনি একই এলাকার আরশেদ আলীর স্ত্রী।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, রোববার দুপুরে গান্ধিগাও এলাকায় রমেছা বেগম ফাঁকা বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। তিনি দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিলেন।

মরদেহ ময়নাদন্তের জন্য শেরপুর সদর হাসপালের মর্গে প্রেরণ করা হয়েছে।

একেএ