ঢাকা মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫, ২১শে কার্তিক ১৪৩২


সন্দ্বীপ চ্যানেলে জাহাজডুবি


৯ সেপ্টেম্বর ২০১৮ ২০:৩৩

বঙ্গোপসাগরে এমভি বসুন্ধরা ও এমভি ফারদিন নামে দুটি জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এমভি ফারদিন জাহাজটি ডুবে গেছে।

রোববার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সন্দ্বীপ চ্যানেলের ভাসানচরের দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে।কোস্টগার্ড পূর্বাঞ্চলের অপারেশন অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্র জানায়, সন্দ্বীপ চ্যানেলের ভাসানচরের দক্ষিণ-পশ্চিম এমভি বসুন্ধরা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ফুটো হয়ে যায়। ছিদ্র দিয়ে পানি ঢুকতে শুরু করলে জাহাজে থাকা নাবিকেরা সাগরে ঝাঁপ দেন।

স্থানীয় জেলেদের মাছ ধরার ট্রলার ডুবে যাওয়া জাহাজটির ১৩ জন ক্রুকে উদ্ধার করেছে।

এসএমএন