ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


বেনাপোলে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ নারী আটক


৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪০

বেনাপোল বন্দর থানার কাগজপুকুর গ্রাম থেকে হাত বোমা ও দেশীয় অস্ত্রসহ সেলিনা বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। শনিবার (৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে তাকে আটক করে র‌্যাব।

আটককৃত সেলিনা বেগম বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের একাধিক মামলার আসামি আমিরুলের স্ত্রী।
যশোর র‌্যাব-৬ এর সহকারি পুলিশ সুপার সোহেল পারভেজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গোপন সংবাদে জানা যায়, বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামে লুৎফর রহমানের ছেলে আমিরুলের বাড়ি দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তখন বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে অভিযান চালানো হয়।

অভিযান চালানোর সময় ডাকাতদল দৌড়ে পালানোর সময় সেলিনা নামে এক নারী হাতে নাতে ধরা পড়ে। এ সময় সেলিনাকে সাথে নিয়ে তার ঘর তল্লাশি করে দেশীয় তৈরী ২টি বোমা ২টি রামদা ২টি চাপাতি ২টি লোহার দা ১টি সাবল ১টি লোহার পাত ১টি ছুরি ১টি লোহার টেঁটা ১টি চাবুক উদ্ধার করা হয়। আটক আসামিকে বেনাপোল বন্দর থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

এমএ