ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার


৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫৯

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ২৮০ পিস শাড়ি ও ৬৫০০ পিস চশমা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

শুক্রবার (০৭ সেপ্টেম্বর) সকালে পুটখালী সীমান্তে বারপোতা গ্রামের একটি মাঠে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।

পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান, গোপন সংবাদে জানা যায় চোরাচালানিরা ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি ও চশমা এনে বেনাপোল থানার অধীনস্থ বারপোতা গ্রামের একটি মাঠের মধ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ২৬ লাখ টাকার ভারতীয় শাড়ি ও চশমা আটক করে।

একেএ