কুমিল্লায় বাসে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে চালক আটক

কুমিল্লায় যাত্রীসেবা পরিবহনের চলন্ত বাসে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ লম্পট বাসচালক মোহাম্মদ সেলিমকে (৫৫) আটক করেছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক সেলিম নোয়াখালী বেগমগঞ্জের আমানতপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে শিশুটি সদর দক্ষিণ থানার হেফাজতে রয়েছে। বাড়ি সিলেটের হবিগঞ্জ জেলায় শিশুটির। ঢাকা সায়েদাবাদ টার্মিনাল থেকে সে বাসে ওঠেছিল।
স্থানীয়রা জানান, কোটবাড়ি সড়কে থেমে থাকা বাসটি থেকে কান্নার আওয়াজ শুনা যায়। পরে স্থানীয় লোকজন বাসটির ভেতরে গিয়ে হাত বাধাঁ অবস্থায় শিশুটিকে পেছনের সিটে পরে থাকতে দেখা যায়। পরে লম্পট চালককে উত্তেজিত জনতা বাস থেকে নামিয়ে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন।
শুক্রবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, শিশুটির বাবা-মাকে খবর দিয়েছি। তারা আসার পর মামলা হবে।
আইএমটি