ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ


৭ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৫

যশোরের শার্শা উপজেলার ৩৫ জন গরীব, দরিদ্র, এতিম ও অসহায় ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতিষ্ঠিত নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ।

শুক্রবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দৈনিক কল্যাণ পত্রিকার প্রতিনিধি, দৈনিক নওয়াপাড়া পত্রিকার ঝিকরগাছা অফিসের এডিটর, অনলাইন নিউজ পোর্টাল রূপসা নিউজ টোয়েন্টিফোর ডট কমের যশোর জেলা ব্যুরো প্রধান ও বার্তা বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমের ঝিকরগাছা প্রতিনিধি সাংবাদিক আফজাল হোসেন চাঁদ।

অনুষ্ঠানে নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: আবু বক্কারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাভারণ বুরুজবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওহাব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা উপজেলা শাখার বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণের প্রতিষ্ঠান পথের আলো সংবাদের নির্বাহী পরিচালক মো: রকিবুল ইসলাম হোসেন, রূপসা নিউজ টোয়েন্টিফোর ডট কমের যশোর জেলা ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার মো: আমিনুর রহমান, ঝিকরগাছা ইউনিয়ন প্রতিনিধি মো: মোশারফ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বর্ণ রাণী মন্ডল, সহকারী শিক্ষক রহিমা খাতুন, রিপন হোসেন, রফিকুল ইসলাম, তাহমিনা খাতুন, বেবী নাজমীন, সজীব হোসেন, ফিজিওথেরাপিষ্ট সোলাইমান, থেরাপী সেন্টারের সহকারী সুমন কুমার, রূপালী আক্তার, নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, কোষাধাক্ষ্য নিলু ভাষ্কর, অভিভাবক সদস্য নাজমা খাতুন, শাহানারা বেগম, আলেয়া খাতুন, কাজল খাতুন, সাজেদা বেগম প্রমুখ।

অনুষ্ঠান শেষে গরীব ও এতিম হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

একেএ