ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


১৮ ঘন্টা পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু


৭ সেপ্টেম্বর ২০১৮ ২০:১৬

দীর্ঘ ১৮ ঘণ্টা পর চালু হল লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল। শুক্রবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফেরি কিষাণী লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট ঘাট থেকে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও কয়েকটি মাইক্রোবাস নিয়ে ভোলার উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে। ফলে বাস ও পণ্যবাহী ট্রাকসহ প্রায় ৮০/৯০টি যানবাহন আটকা পড়ে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু জানান, লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার বিকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়ে। শুক্রবার (০৭ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অনুকূলে থাকায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

আইএমটি