ঢাকা শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভে পুলিশের বাধা


৬ সেপ্টেম্বর ২০১৮ ২০:৩০

আলোকচিত্রী শহিদুল আলম, ছাত্রনেতা মারুফ আশরাফ সহ সকল শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ নিয়ে যাওয়ার সময় সচিবালয়ের সামনে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ নিয়ে আসলে এসময় পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ পন্ড হয়ে যায়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন গড়ে তুলেছিল। সেটা কোন ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থেই করেছিল। কিন্তু সেই ছাত্রদের নামে হামলা মামলা হয়েছে যা স্বৈরাচারী আচরণ। এদেশ ১৬ কোটি মানুষের। বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পদ নয়। এখানে স্বৈরাচারী আচরণ করে কেউ গদিতে থাকতে পারবে না‌। ছাত্র সমাজ তাদেরকে রুখে দিবে।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে গ্রেপ্তারদের মুক্তি না দিলে বাংলাদেশের ছাত্র সমাজ একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে হুশিয়ারী দেন ছাত্র ফেডারেশনের নেতারা।

বক্তারা বলেন, শহিদুল আলমসহ গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি দেওয়া না হলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকারের পায়ের নিচে মাটি থাকবে না।

এসময় বিক্ষোভ সমাবেশ থেকে আগামী (১৭ সেপ্টেম্বর) সারাদেশে বিক্ষোভ সমাবেশে করার ঘোষণা দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বিক্ষোভে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি উম্মে হাবিবা বেনজির, ছাত্র কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, নারায়ণগঞ্জ জেলা সভাপতি সুদীপ সহ অন্যান্য নেতাকর্মীরা।

আইএমটি