ঢাকা শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২৩ জনের সাজা


৬ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৭

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলামের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৩ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব এ তথ্য জানান।

র‌্যাব জানান, বুধবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের সদর থানার বিভিন্ন মাদক স্পটে ভ্র্যামামান আদালত পরিচালনা করা হয়। প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে মোট ২৩ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। গ্রেপ্তাররা সকলে সদর উপজেলার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়ে। উদ্ধারকৃত মাদক দ্রব্য ম্যাজিষ্টেটের সামনে ধ্বংস করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আইএমটি