ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


৫৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১


৬ সেপ্টেম্বর ২০১৮ ০১:৪৬

খুলনা-২১ বিজিবির ব্যাটালিয়নের বেনাপোল পুটখালি ক্যাম্পের সদস্যরা বুধবার (০৫ সেপ্টেম্বর) সকালে সীমান্তে অভিযান চালিয়ে ৫৪৫ বোতল ফেন্সিডিলসহ ইমরান হোসেন (১৯)নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে।

আটক ইমরান হোসেন বেনাপোল পোর্ট থানার কেষ্টপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে।

২১ বিজিবি পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার লাবলুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণের একটি ফেন্সিডিলের চালান এনে গাতিপাড়া মাঠে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় র্ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৫৪৫ বোতল ফেন্সিডিলসহ ইমরানকে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

একেএ