ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার


৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫৩

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কুলিক নদের তীরে অপরিচিত একটি প্রাণী ঘুরতে দেখে ছিলেন আবু জাহিদ নামে এক যুবক। গতকাল মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) নদীতে মাছ ধরতে গিয়েজন প্রাণীটিকে দেখতে পান তিনি। এরপর খবর দেন গ্রামবাসীকে। সবাই মিলে পশুটিকে আটকাতে সক্ষম হন।

বিষয়টি জানাজানি হলে উৎসুক গ্রামবাসী সেখানে ভিড় জমায়। গ্রামের মুরব্বরিরা হরিণ আর গরুর মাঝামাঝি দেখতে প্রাণীটিকে নীলগাই বলে শনাক্ত করেন।
দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের বিস্তৃর্ণ ভুমিতে নীলগাইয়ের দেখা মিলত।জ্যোৎস্নারাতে এরা দল বেঁধে মাঠে ঘাস বা ডালজাতীয় তৃণ খেতে বের হতো। এখন বাংলাদেশে বিলুপ্ত প্রায়। স্ত্রী নীলগাই লালচে বাদামি এবং প্রাপ্তবয়স্ক পুরুষ নীলচে ধূসর ।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান বলেন, নীলগাইটিকে রানীশংকৈলের রামরাই দিঘিতে রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।কারণ উদ্ধারের সময় সে আহত হয়। তবে নীলগাইটি কোথা থেকে এসেছে, তা এখনো জানা যায়নি।

নীলগাইটির উচ্চতা সাড়ে ৩ ফুট। আর দেহের দৈর্ঘ্য ৫ ফুট বলে প্রাথমিকভাবে জানা গেছে। এটি একটি স্ত্রী নীলগাই। সুস্থ করে তোলার পর একে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

এসএমএন