ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


যুক্তরাষ্ট্র সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করে: বার্নিকাট


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৯

রোহিঙ্গা সংকটকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আলোচনায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা দেশটির।

বুধবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে মার্শা বার্নিকাট বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন ও নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের সভাপতির পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন বিষয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দিচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করে যুক্তরাষ্ট্র। তিনি মনে করেন বাংলাদেশ সরকারও এমন নির্বাচন চায়।

আইএমটি