ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


রাজবাড়ীতে ফের পদ্মার প্রতিরক্ষা বাঁধে ধস


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩২

রাজবাড়ীতে পদ্মা নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) রাতে মিজানপুর ইউনিয়নের ধুনচী গোদার বাজার এলাকার অবকাশ কেন্দ্র ‘বন্ধন’র পাশের নদীর প্রতিরক্ষা বাঁধের সোলিং ও ব্লক নদী গর্ভে চলে যায়।

এতে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক নির্মিত অবকাশ কেন্দ্র ‘বন্ধন’ ও এনএলজি ইট ভাটা হুমকির মুখে পড়তে যাচ্ছে। এছাড়া স্থানীয়দের মাঝে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে।

এর আগে গত ২৬ আগস্ট গোদার বাজার এলাকার এনএলজি ইটভাটা সংলগ্ন এলাকায় একইভাবে নদীর তীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়, যা রক্ষায় বালুর বস্তা ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

এনজিএল ইটভাটা সংলগ্ন এলাকার ভাঙন প্রতিরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে বলে জানান রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার। তবে মঙ্গল বিকেল থেকে অবকাশ কেন্দ্র ‘বন্ধন’ সংলগ্ন এলাকার প্রায় ৫০ মিটার প্রতিরক্ষা বাঁধে ধসের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান তিনি।

আইএমটি