ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ভারত থেকে অবৈধভাবে আসা সড়ে ৭ কেজি জাফরান জব্দ


৮ মে ২০২৪ ১০:৫৪

সংগৃহিত

ভারত থেকে অবৈধভাবে আসা প্রায় সাড়ে ৭ কেজি জাফরান উদ্ধার কর হয়েছে। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেয়া তথ্যে বেনাপোল কাস্টমস এগুলো জব্দ করে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার সময় এনএসআই বেনাপোল অফিসের গোপন তথ্যের ভিত্তিতে কাষ্টমস কর্তৃপক্ষ বেনাপোল স্থলবন্দরে ইমিগ্রেশনের চেকিং পয়েন্টে ভারত থেকে বাংলাদেশী নাগরিক মোঃ ইসহাক আহম্মেদ পাসপোর্ট নং এ১২৬৭৫৫৩২ গ্রাম- বসতপুর, ইউপি বাগআছড়া, থানা শার্শা যশোর এর ব্যাগেজ তল্লাশি করে। এ সময় তার ব্যাগেজ থেকে ৭.৫০ কেজি জাফরান উদ্ধার করা হয়।

কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল জানান, জাফরান এর মূল্য ভারতীয় রুপিতে ৬৫০ রুপি থেকে ৫০০০ রুপি পর্যন্ত (কোয়ালিটির উপর) । যার আনুমানিক মূল্য আটচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার থেকে তিন কোটি পঁচাত্তর লক্ষ রুপি । যা বাংলাদেশী টাকায় ৬৬ লাখ ৭৮ হাজার টাকা থেকে ৫ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা।

বেনাপোল স্থলবন্দরে এ সংস্থার চৌকষ কিছু কর্মকর্তার গোপন নজরদারির কারণে অতিরিক্ত প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।