বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় আরো ৪৯ জন গ্রেপ্তার
 
                                বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় আরো ৪৯ জনকে গ্রেপ্তারকরা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হলো। সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রেপ্তার ৪৯ জনকে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, সোমবার যৌথবাহিনী রুমা এলাকায় অভিযান পরিচালনা করে রুমা উপজেলার বেথেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে। পরে নিরাপত্তার স্বার্থে তাদের তিনটি বাসে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়।
অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সাতটি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, কেএনএফের পোশাক, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী সত্যতা নিশ্চিত করে জানান, রুমা-থানচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়।

 
                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            