লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
 
                                লালমনিরহাটের দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন পারভেজ (২২) নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।
সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম বর্ডার এলাকার ৯২৩নং পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত লিটন পারভেজ দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।
সীমান্তবাসী জানান, সোমবার রাতে ভারতীয় গরুর ব্যবসায়ীদের সহায়তায় ভারতীয় গরু পাচার করতে দীঘলটারী পশ্চিম বর্ডার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে একদল গরুর রাখাল। গরু নিয়ে ফেরার পথে ভারতের কোচবিহার জেলার দিনহাটা কৈমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঘিরে ফেলে।
এ সময় গরু পাচারকারীরা এলাকায় ফোন করলে লিটন পারভেজসহ ২০/২৫ জন বাংলাদেশি তাদেরকে উদ্ধার করতে ভারতে প্রবেশ করে। এ সময় গুলি ছুড়ে বিএসএফ। বাকিরা পালিয়ে ফিরলেও গুলিতে আহত হয়ে ভারতে অভ্যন্তরে পড়ে ছিলেন লিটন পারভেজ।
পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। কয়েক বছর আগেও পাচার করতে গিয়ে বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছিলেন লিটন পারভেজ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, সীমান্তে লিটন নামে এক যুবক আহত হয়েছেন। তাকে ভারতের কুচবিহারের এমজেএন হাসপাতালে ভর্তি করেছে বিএসএফ। সেখানে তার চিকিৎসা চলছে।
নতুনসময়/এএম
লালমনিরহাট, ভারতীয় সীমান্ত, বিএসএফ, গুলি, বাংলাদেশ, যুবক, আহত

 
                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            