গোপালগঞ্জে ১৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
 
                                গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ সময় মাদক ব্যবসায় ব্যবহারিত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
শনিবার (২৩ মার্চ) কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর বেপারী বাড়ী গ্রামের শওকত আলী ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয় র্যাব-৬ এর একটি দল।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মো. ইয়াছিন প্রাইভেট কার নিয় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে প্রাইভেটসহ মাদক ব্যবসায়ী ইয়াছিনকে গ্রেপ্তার করে। পরে গাড়ীতে তল্লাশী চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকারটি আটক করে।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাদক ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। মামলা দায়েরের পর আটককৃত মাদক ব্যবসায়ীকে শনিবার বিকালে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নতুনসময়/এএম
গোপালগঞ্জ, কাশিয়ানী, মাদক, ব্যবসায়ী, গ্রেপ্তার, র্যাব

 
                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            