ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার


২৩ মার্চ ২০২৪ ১৭:২৩

ছবি : নতুন সময়

জয়পুরহাট সদর স্টেডিয়াম এলাকায় চুরি, ছিনতাই, হয়রানি এলাকাবাসী আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাং ‘জানু গ্রুপ বাহিনীর’ তাজমির হোসেন সোহানসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২২ মার্চ) রাতে শহরের স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৫।

র‌্যাব জানায়, তাজমির হোসেন সোহানের নেতৃত্বে স্টেডিয়াম পাড়ার বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে একা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরতেন এ কিশোর গ্যাংয়ের সদস্যরা। আশপাশে কেউ কিছু বোঝার আগেই দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিনিসপত্র ছিনিয়ে নিতেন তাঁরা। এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই জানু গ্রুপ কিশোর গ্যাংয়ের সদস্যরা চুরি-ছিনতাই ছাড়াও মাদক সেবন, পাড়া-মহল্লায় মারামারি এমন কান অপরাধ নই যার সাথে এরা জড়িত হছ না।

র‍্যাব আরও জানায়, ‘জানু গ্রুপ বাহিনী’ নামের এই কিশোর গ্যাংয়ের প্রধান মো তাজমির হাসান সোহান (২৪), মাঃ সাকিব খান রাতুল (২৩), মাঃ আবদুল্লাহ মুমিন (২৩),। শ্রী জয় কুমার (২১), মাঃ আব্দুল হাই কাফি তামিম (২৩), পিযুষ কুমার মহ আনদ (২৪), জয় মহ  (২২), পিপাস মাল্লা (২৩), গ্রেপ্তার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নতুনসময়/এএম


জয়পুরহাট, কিশোর গ্যাং, গ্রেপ্তার, অভিযান, র‌্যাব