ফতুল্লার আলোচিত শিশু ধর্ষক পটুয়াখালীতে গ্রেপ্তার
 
                                নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত শিশু গনধর্ষনের মামলার অন্যতম আসামীকে পটুয়াখালী থেকে আটক করেছে হয়েছে র্যাব-৮। অভিযুক্ত মন্টু মাসুদ রানাকে (২০) পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া থেকে আটক করে র্যাব-৮ এর সদস্যরা।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে আটক করে সংশ্লিষ্ট থানার পাঠায় র্যাব-৮।
ঘটনার বর্ননা দিয়ে র্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর সোহেল রানা বলেন, গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইর বাসিন্দার মেয়েকে আনুমানিক রাত ১১ টার দিকে বাসার বাইরে নামলে অপূর্ব, মন্টু, জীবন, নুর আলম, শুভ ছাড়াও আরও ২ জন তার মুখ চেপে ধরে ফতুল্লা থানার মাসদাইর বাড়ৈভোগ জনৈক জামাল মিয়ার নির্মানাধীন বাড়ির ৪র্থ তলায় নিয়ে পালাক্রমে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন চালায়। ভুক্তভোগী একটি সুতার মিলে কাজ করতো।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় প্রাথমিকভাবে একটি ধর্ষণ মামলা করেন। এটি র্যাবের নজরে আসলে র্যাব-৮ অন্যতম প্রধান এক আসামীকে আটক করে।
নতুন সময়/এএম
নারায়ণগঞ্জ, ফতুল্লা, শিশু গনধর্ষন, পটুয়াখালী, আটক, র্যাব-৮

 
                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            