ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


যশোরে চার কোটি টাকার স্বর্ণের বারসহ আটক দুই


১৮ মার্চ ২০২৪ ২০:৫৩

সংগৃহীত

যশোর উপশহর এলাকায় একটি প্রাইভেটকার থেকে কেজি ৩শ গ্রাম ওজনের ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য কোটি টাকা।

সোমবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে ডিবি পুলিশের অভিযানে স্বর্ণের বারসহ আটক পাচারকারী দুব্যক্তির নাম শহিদুল্লাহ সুমন। তাদের দুজনের বাড়ি শার্শা উপজেলায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঢাকা থেকে বেনাপোল সীমান্তের উদ্দেশ্যে একটি প্রাইভেটকারে স্বর্ণের চালান নিয়ে আসছে। এমন সংবাদে উপশহর এলাকায় ডিবি পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওঁত পেতে ছিলেন।

সন্দেহজনক প্রাইভেটকার নিউ মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ গতিরোধ করে। গাড়িতে থাকা দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের স্বীকারোক্তিতে গাড়িতে লুকিয়ে রাখা বিভিন্ন জায়গা থেকে তিন আকৃতির ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নতুনসময়/এএম


যশোর, ডিবি, স্বর্ণ, উদ্ধার, শার্শা উপজেলা