ঢাকা মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


পটুয়াখালীতে শিশু শিক্ষার্থী ধর্ষন মামলায় অভিযুক্ত আটক


১৮ মার্চ ২০২৪ ১৫:০৭

ছবি : নতুন সময়

পটুয়াখালীতে ১২ বছরের এক শিক্ষার্থীকে ক্রমাগত ধর্ষনের অভিযোগে এক যুবককে আটক করেছে র‍্যাব-৮ পটুয়াখালীর সদস্যরা।

অভিযুক্ত মো: দুলাল খন্দকারের (৩৫) বাড়ী পটুয়াখালী জেলার দুমকী উপজেলার ২ নং ওয়ার্ডে বলে জানান র‍্যাব।

রোববার (১৭ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা উপজেলার ফুলছুড়ি থেকে তাকে আটক করে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়।

ঘটনার বর্ননা দিয়ে র‍্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর সোহেল রানা বলেন, অভিযুক্ত দুলাল ৭ম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। এতে ওই শিক্ষার্থীর শারীরিক গঠনের পরিবর্তন আসলে পরিবারের নজরে আসে। পরবর্তীতে পরিবার ডাক্তারের সরনাপর্ন হলে অন্তসঃত্বা বলে জানান ডাক্তার।

ভুক্তভোগী পরিবারের বরাতে র‍্যাব বলেন, গত বছরের ১৭ আগষ্ট পরিবারের সদস্যরা বাসায় না থাকলে অভিযুক্ত দুলাল খন্দকার জোর করে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে।

এরপর বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষনে লিপ্ত হন দুলাল। পরে দুলালকে বিয়ের জন্য প্রস্তাব করলে টালবাহান শুরু করেন তিনি। কোন উপায়ান্তর না পেয়ে ভিকটিমের বাবা ১৭ মার্চ পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পরে আত্মগোপনে চলে যান দুলাল।

বিষয়টি গনমাধ্যমে প্রকাশ হলে র‍্যাবের নজরে আসে। পরে র‍্যাব গোপন তথ্য সুত্রে দুলালকে আটক করতে সক্ষম হয়।

নতুনসময়/এএম


পটুয়াখালী, শিক্ষার্থী, ধর্ষন, র‌্যাব, বরগুনা, আইন