ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


নরসিংদীতে জেলা প্রশাসনের আয়োজনে ‘রোজার সাশ্রয়ী বাজার’


১৬ মার্চ ২০২৪ ১৬:১০

ছবি : নতুন সময়

রমজানে ন্যয্যমূল্যে পণ্য কেনাবেচা করতে নরসিংদীতে ‘রোজায় সাশ্রয়ী বাজার’ শুরু করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৬ মার্চ) সকালে বঙ্গবন্ধু পৌর পার্কে ১২ টি স্টল নিয়ে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। এতে সহযোগিতায় রয়েছে নরসিংদী জেলা প্রাণিসম্পদ দপ্তর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা মৎস দপ্তর।

সাশ্রয়ী বাজারে, প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩৬ টাকা, যা অন্যান্য বাজারের তুলনায় হালিতে ১২ টাকা কম। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬৫০ টাকায়, যা স্বাভাবিক বাজারের চেয়ে ৫০ টাকা কম।

এছাড়া, কেজিপ্রতি অন্তত ১০ টাকা কমে বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকা, কাচামরিচ ৬০ টাকা, লাউ, টমেটো, ডাটা, মাছ সবই বিক্রি হচ্ছে স্বাভাবিক বাজার থেকে অন্তত ৩ শতাংশ কম দামে।

শহরের বীরপুর এলাকার বাসিন্দা রেনু বেগম বলেন, বাজারে জিনিসপত্র এর চড়া দাম। কি রেখে কি কিনবো ভেবে হতভম্ব হয়। এখানে তুলনামূলক বেশ কম দামে পাওয়া যাচ্ছে। কিছুটা স্বস্তি পাচ্ছি। ধন্যবাদ জানাই জেলা প্রশাসনের এমন উদ্যোগকে।

বাজার করতে আসা ক্রেতা হাবিবুর রহমান বলেন, আশা করছি এই বাজারের দরদাম আশেপাশে অন্যান্য বাজার গুলোতে প্রভাব ফেলবে। অন্যান্য বাজারেও ভোক্তারা ন্যায্য মুল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারবে। একইসঙ্গে জেলা প্রশাসনের কাছে আবেদন জানায় বাজার তদারকি জোরদার করার।

নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, রমজান মাস জুড়ে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সপ্তাহে ৩ দিন এই হাট চলবে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ন্যায্য দামে বিক্রি করা হবে এই বাজারে।

নতুনসময়/এএম


রমজান, ন্যয্যমূল্যে, পণ্য, নরসিংদী, সাশ্রয়ী, জেলা প্রশাসন