ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক


১৪ মার্চ ২০২৪ ১১:১৯

সংগৃহিত

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৩৪ জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ৫ জনকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিরাও শঙ্কামুক্ত নন।

দগ্ধ ব্যক্তিরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

বুধবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক প্রদীপ চন্দ্র দাস দগ্ধ রোগীদের অবস্থা সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুই শিশুসহ ১৫ রোগীর অবস্থা আশঙ্কাজনক।

অধ্যাপক প্রদীপ চন্দ্র দাস জানান, দগ্ধদের মধ্যে ১৫ জনের ৫০ থেকে ১০০ শতাংশ, ৬ জনের ৩০ থেকে ৫০ শতাংশ পুড়েছে। এই ১৫ জনের সবারই শ্বাসনালী পুড়েছে বলে জানান ডা. প্রদীপ।

তিনি আরো জানান, ৭ শিশুকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজন আইসিইউতে রয়েছে। তাদের ৮৫ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে।

রোগীদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করছে জানিয়ে প্রদীপ চন্দ্র দাস বলেন, আমরা একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। বৃহস্পতিবার সকালে একটা সিদ্ধান্ত হবে।

বুধবার রাতে কালিয়াকৈরে একটি টিনশেড বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৪ জন দগ্ধ হন। একটি ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে দগ্ধ রোগীরা চিকিৎসককে জানিয়েছেন। তারা জানান, বাড়ির বাইরে আনার পর সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় আগুন রাস্তায় ছড়িয়ে পড়ে। বিপুল সংখ্যক উৎসাহী মানুষ দগ্ধ হয়েছেন।